আন্তর্জাতিক : মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্য, ভারত, পর্তুগাল, নেপাল ও রাশিয়ার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল জার্মানি। সেই নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে জার্মান কর্তৃপক্ষ।
ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ কমায় জার্মানির রবার্ট কচ ইনস্টিটিউট সবচেয়ে ঝুকিপূর্ণ তালিকা থেকে এসব দেশের নাম সরিয়ে নিয়েছে। ফলে বুধবার (৭ জুলাই) থেকে দেশগুলোর উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল হতে যাচ্ছে।
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল ও স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান গত সপ্তাহে আলাদা করে কিছু দেশ থেকে মানুষের আগমন নিয়ন্ত্রণ শিথিল করার ইঙ্গিত দিয়েছিলেন।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেন, অদূর ভবিষ্যতে করোনা টিকার সব ডোজ পাওয়া মানুষ কোয়ারেন্টাইনের ভয় ছাড়াই ভ্রমণ করতে পারবেন।
সান নিউজ/ এমএইচআর