আন্তর্জাতিক : বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালানো হয়েছে। হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায় নি।
মঙ্গলবার (৬ জুলাই) ভোররাতে একাধিক ড্রোন মার্কিন দূতাবাসের আকাশে চক্কর দিতে থাকলে সতর্কবার্তা দেওয়া সাইরেনগুলো বেজে ওঠে। অন্যদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ড্রোন লক্ষ্য করে গুলি চালানো হয়।
কোনো কোনো সূত্র বলছে, গুলিবর্ষণ করে ড্রোনগুলোকে ভূপাতিত করা যায়নি। তবে অন্য একটি সূত্র দাবি করেছে, অন্তত একটি ড্রোন ভূপাতিত হয়েছে।
ইরাকের সাবেরিন নিউজ জানিয়েছে, একটি বোমাভর্তি ড্রোন মার্কিন দূতাবাসের ভেতরে অবস্থিত সামরিক ভবনে আছড়ে পড়েছে। অন্যদিকে শাফাক নিউজসহ কয়েকটি বার্তা সংস্থা জানিয়েছে, তিনটি ড্রোন দিয়ে মার্কিন দূতাবাসে হামলা চালানো হয়েছে। যার সবগুলো বিধ্বস্ত হয়েছে।
এর আগে সোমবার ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে আমেরিকার সেনা ঘাঁটি আইন আসাদে এক ঝাঁক রকেট আঘাত হানে।
সান নিউজ/ এমএইচআর