ইন্টারন্যাশনাল ডেস্ক:
বিশ্বব্যাপী বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ২ লাখ ৪৭ হাজার ৩১২ জন। ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ২ হাজার ৬৪৯ জনের।
নতুন করে আক্রান্ত হয়েছে ৬৫ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৪৬ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১১ লাখ ৩৭ হাজারের বেশি।
রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে নতুন করে প্রাণহানি হয়েছে ৭৩৫ জনের। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ হাজার ১৭৯ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ১৯ হাজার। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৫৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৬ হাজার ২০৩।
যুক্তরাজ্যের নতুন করে মারা গেছে ৩১৫ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৪৬ জনে। আক্রান্ত সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ছাড়িয়েছে।
স্পেনে গত নতুন করে মারা গেছে ১৬৪ জন। মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ২৬৪ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৭ হাজার ১২২ জন।
ইতালিতে নতুন করে মারা গেছে ১৭৪ জন। এ পর্যন্ত মারা গেছে ২৮ হাজার ৮৮৪ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১০ হাজারেরও বেশি।
করোনায় মহামারির নতুর ভূমি হতে যাচ্ছে ব্রাজিল। দেশেটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯৭ হাজারেরও বেশি। নতুন করে মারা গেছে ২৭ জন। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৭৭ জনে। বিশেষজ্ঞারা বলছেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের পর করোনা মহামারি প্রকট আকাড় ধারণ করবে ব্রাজিলে।
করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৮৩০ জন।