আন্তর্জাতিক ডেস্ক : ‘বাঘ আসছে, বাঘ আসছে...’ চিৎকার করা রাখালের গল্পের কথা নিশ্চেই মনে আছে। মিথ্যা চিৎকার করা ওই রাখাল বাঘের হাতেই প্রাণ হারিয়েছিল। কিন্তু এবারের গল্প ভিন্ন। এবার বাঘের কাছ থেকে বেচেঁ ফিরেছেন আপন দুই ভাই।
সম্প্রতি ভারতের ভোপালের গোরাগিয়া গ্রামে এমন ঘটনা ঘটেছে।
জানা যায়, সাব্বির ও ফিরোজ নামের দুই ভাই জন্মদিনের কেক আনতে মোটরসাইকেলে করে নেপানগরে যান। ফেরার পথে আখ খেত থেকে হঠাৎ একটি চিতাবাঘ বেরিয়ে আসে। তারপর তাদেরকে লক্ষ্য করে ঝাঁপ মারে। এরপর প্রাণ বাঁচাতে মোটরসাইকেলের গতি বাড়িয়ে দেন তারা। কিন্তু তাতেও লাভ হয়নি। গাড়ির পিছনে ধাওয়া করে বাঘটি।
এক পর্যায়ে আবারও তাদেরকে লক্ষ্য করে চলন্ত মোটরসাইকেলের দিকে ঝাঁপ দিতেই চিতাবাঘের থাবা পড়ে কেকের বাক্সের ওপর। এরপরই বুদ্ধি করে চিতাটিকে লক্ষ্য করে কেকটি ছুঁড়ে মারেন সাব্বির। সেই সময় কয়েক মুহূর্তের জন্য কিছুটা দ্বিধায় পড়ে যায় বাঘটি। আর সেই সুযোগ কাজে লাগিয়েই এলাকা ছেড়ে দ্রুত পালান দুই ভাই।
সান নিউজ/এনএম