আন্তর্জাতিক ডেস্ক: হোটেলে গিয়েছেন তিনি। পেটপুরে খেয়েছেন। হোটেল মালিক তার কাছ থেকে অতিরিক্ত ৪০ পয়সা বেশি নেয়। ৪০ পয়সা বিল বেশি রাখায় মামলা করে তুলকালাম কাণ্ড ঘটালেন এক ব্যক্তি। শেষমেশ বিচার গড়ায় আদালতে। এমনই ঘটনা ভারতের বেঙ্গালুরু রাজ্যের কর্ণাটকে।
নরসিমা মাথরে নামের এক ব্যক্তির বিল আসে ভারতীয় মুদ্রায় ২৬৪ রুপি ৬০ পয়সা। কিন্তু হোটেলের ম্যানেজার তাকে বিল দেখান ২৬৫ রুপি।
জানতে চাইলে কারণ দেখাতে পারেনি। আর এতেই রেগে ভোক্তা অধিকার আইনে বেঙ্গালুরুর ‘রুরাল অ্যান্ড আরবান ফার্স্ট অ্যাডিশনাল ডিসট্রিক্ট কনজুমার ডিসপুট রেডরেসাল কমিশন’-এ মামলা করে দেন নরসিমা।
ভুক্তভোগী নরসিমা পেশায় একজন আইনজীবী। তিনি বলেন, হোটেল মালিক ৪০ পয়সা অতিরিক্তি কেন নিয়েছে তার যথাযথ কারণ দেখাতে পারেনি আমাকে। এভাবে ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছে তারা। আর হোটেলটি প্রতিজন থেকে অনৈতিকভাবে ৪০-৫০ পয়সা করে অতিরিক্ত নিয়ে প্রতরণা করে আসছে’।
তার অভিযোগ আমলেও নিয়েছেন আদালত। আগামী ২০ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
নরসিমা আদালতে বলেন, যদি প্রতিদিন গড়ে ১০ হাজার গ্রাহক একটি বড় দোকানে যান, তবে মাসে তিন লাখ গ্রাহক আসবেন। এমনকি যদি তিন লাখ লোক ৫০-৫০ পয়সা রেখে যায় তবে দোকানের বিপুল অর্থ শুধু এভাবেই উপর্জন হবে।
তবে হোটেল কর্তৃপক্ষ বলছে, ক্রেতার কাছ থেকে ৪০ পয়সা বেশি রাখা কোন অসৎ উদ্দেশ্য ছিল না তাদের।
সাননিউজ/এএসএম