আন্তর্জাতিক ডেস্ক : রেঞ্জিথ সোমারাজন। ভারতের কেরালার এ যুবক দুবাইয়ে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। খুব যে ভালো ছিলেন তা নয়, আবার একেবারে খারাপও ছিলেন না।
তবে এবার তার ভালো থাকার সময় চলে এসেছে। হঠাৎ করেই লটারিতে পেয়ে গেলেন ৪০ কোটি টাকা। ৩৭ বছর বয়সী রেঞ্জিথ অবশ্য একা নন, আরও নয়জন আছে। তিনি ও তার মোট নয় সঙ্গী একসঙ্গে এই অর্থ জিতেছেন।
জ্যাকপট জিতে রেঞ্জিথ বলেন, আমি কোনোদিন ভাবিনি যে জ্যাকপট জিতব, বরাবর দ্বিতীয় কিংবা তৃতীয় পুরস্কারের জন্য আশা করতাম।
রেঞ্জিথের এই জ্যাকপট জেতাটা একদিনের কোনো বিষয় নয়। গত তিন বছর ধরে এ চেষ্টা চালিয়ে আসছেন তিনি। বেঞ্জিথ জানান, বহুদিন ধরেই নিজের আয় বাড়ানোর চেষ্টা করে আসছেন তিনি। সে আশায় একের পর এক কাজ করেছেন ও ছেড়েছেন। ২০০৮ সাল থেকে দুবাইয়ে ট্যাক্সি চালাচ্ছেন তিনি। মাঝে কিছুদিন ড্রাইভার কাম সেলসম্যানের কাজও করেছিলেন।
লটারি জেতার পর রেঞ্জিথ বলছেন, আমরা সবমিলিয়ে ১০ জন। দুটো টিকিট কিনলে একটা ফ্রি এই অফারে আমরা সবাই ১০০ দিরহাম খরচ করেছিলাম। টিকিট কিনেছিলাম আমার নামেই।
সাননিউজ/এমএইচ