আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ করোনা টিকা উপহার দিয়েছে। বাংলাদেশকে পাঠানো টিকার বিষয়ে শনিবার (৩ জুলাই) টুইটারে পোস্ট করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থোনি ব্লিনকেন।
মডার্নার টিকা বিমানে লোডিংয়ের একটি ছবি টুইট করে তিনি লিখেছেন, কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা প্রদানের একটাই উদ্দেশ্য, আর তা হলো জীবন বাঁচানো।
তিনি আরো বলেন, এটা কেবল শুরু। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্ধৃত করে ব্লিনকেন লিখেন- প্রেসিডেন্ট যেমনটি বলেছেন ‘করোনাভাইরাসের বিরুদ্ধে সমন্বিত লড়াইয়ে যুক্তরাষ্ট্র হবে দুনিয়ার জন্য টিকার মজুদাগার।’
শনিবার (৩ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটে দ্বিতীয় ধাপে মডার্নার সাড়ে ১২ লাখ টিকা এসে পৌঁছায়।
সান নিউজ/ এমএইচআর