আন্তর্জাতিক : তালেবান ও আফগান নিরাপত্তাবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ তালেবানসহ তিন নিরাপত্তাবাহিনীর সদস্য নিহত হয়েছেন। শনিবার (৩ জুলাই) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাদাখশানে এ হতাহতের ঘটনা ঘটে।
এদিকে স্থানীয়রা জানায়, তালেবান যোদ্ধারা গত ২৪ ঘণ্টায় বাদাখশানের তাগাব, কিশিম, তাশকান ও শাহর-ই-বুজার্গ জেলা দখলে করে নিয়েছে। এর আগে ১ জুলাই পর্যন্ত তালেবানের দখলে ছিল আফগানিস্তানের ১শ'র বেশি জেলা। যা উদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে আফগানিস্তানের নিরাপত্তাবাহিনী।
এদিকে আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার হচ্ছে অন্যদিকে নিজেদের পেশিশক্তি বাড়াচ্ছে তালেবান। দখল করে নিচ্ছে দেশটির একের পর এক জেলা। এখন পর্যন্ত ১শ'র বেশি জেলা নিজেদের দখলে নিয়েছে তালেবানরা।
সান নিউজ/ এমএইচআর