আন্তর্জাতিক : আফগানিস্তান থেকে মার্কিন সেনারা চলে যাচ্ছে, রেখে যাচ্ছে বিশাল আবজর্নার স্তূপ। যার ছবি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে অনলাইনে। বাইডেনের ঘোষিত সময়সীমার ১১ সপ্তাহ আগেই বাগরাম বিমানঘাঁটি থেকে সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।
২০০১ সাল থেকে বাগরামে যুক্তরাষ্ট্রের এক লাখের বেশি সেনা দায়িত্ব পালন করেছেন। কাবুল থেকে ৭০ কিলোমিটার দূরবর্তী এলাকাটি রীতিমতো ছোটখাটো মার্কিন শহরে পরিণত হয়েছিল। গড়ে উঠেছিল শপিং সেন্টার, ফাস্টফুডের দোকান।
যাওয়ার সময় মার্কিন সেনারা দরকারি সরঞ্জামগুলো সঙ্গে নিয়ে যাচ্ছেন অথবা স্থানীয় নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করছেন। ফেলে যাচ্ছেন বিপুল আবর্জনা, প্যাকেজিং ও ইলেকট্রনিক বর্জ্য।
যদিও স্থানীয় মানুষের মধ্যে বিপুল কৌতূহলের জন্ম দিয়েছে এই বর্জ্য। তাদের চোখ তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে মূল্যবান কিছুর আশায়! আবর্জনা থেকে খুঁজে পাওয়া উপকরণ বিক্রি করে অনেকে অর্থ আয়েরও চেষ্টা করছেন।
সান নিউজ/ এমএইচআর