আন্তর্জাতিক: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামাজিক মাধ্যমগুলোর জন্য নতুন আইন অনুমোদন দিয়েছেন। রয়টার্স-এর তথ্য অনুযায়ী জানা যায় অনুমোদন পাওয়া আইন অনুযায়ী বিদেশি সামাজিক মাধ্যমগুলো রাশিয়ায় অফিস খুলতে বাধ্য হবে।
আইনে বলা হয়েছে, রাশিয়ায় কোনো বিদেশি প্রতিষ্ঠান ইন্টারনেট কর্মকাণ্ড চালাতে চাইলে তাদের অবশ্যই শাখা কিংবা অফিস খুলতে হবে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রণ আরোপের জন্য দীর্ঘদিন ধরেই নানা পদক্ষেপ নিচ্ছে রাশিয়া।
সরকারবিরোধীরা যাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোনো ধরনের বিক্ষোভ বা আন্দোলন গড়ে তুলতে না পারে, সে কারনে রাশিয়া বিভিন্নভাবে অনলাইন মাধ্যমগুলো নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছে।
সান নিউজ/ এমএইচআর