আন্তর্জাতিক ডেস্ক: ইংরেজ গুপ্তচর জেমস বন্ডের নাম আমরা শুনেছি। এই কীর্তি রুপালি পর্দার সীমানা পেরিয়েছে বারবার। বিশ্বের সফলতম এই চলচ্চিত্রের সিরিজ এইটি। সেই ছায়া ফেলেছে দুনিয়ার ফ্যাশন-ডিজাইন আর প্রযুক্তি ভাবনাতে। এবার ভারতের গুজরাটের এক তরুণের কাহিনী শুনে তাই মনে হবে।
নাম আশিক প্যাটেল। পরিবহনের কাজের সঙ্গে জড়িত তিনি। প্রিয় চরিত্র জেমস বন্ড। সম্প্রতি তিনি ৩৯ লাখ রুপিতে একটি গাড়ি কিনেছেন। গাড়ি কেনার পরই তার লক্ষ্য ছিল নম্বরপ্লেট যেন ‘জেমস বন্ডের’ গাড়ির মতোই ‘০০৭’ নম্বরের হয়।
গুজরাটের আঞ্চলিক পরিবহন কর্মকর্তা বলেন, ০০৭ নম্বরপ্লেট বিক্রির নিলাম শুরুতে বিশেষ এই নম্বরপ্লেটের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয় ২৫ হাজার রুপি। কিন্তু এর চাহিদা এত বেশি ছিল যে সেই দাম ক্রমশ বাড়তে বাড়তে একটা সময় ২৫ লাখে পৌঁছায়।
এভাবে দাম বাড়তে দেখে চোখ কপালে ওঠে কর্তৃপক্ষের। শেষে তা ৩৪ লাখ রুপিতে বিক্রি হয়। আর সেটা কেনেন আশিক। জেমস বন্ডের প্রতি অনুরাগ থেকেই ২৫ হাজার রুপির নম্বরপ্লেট ৩৪ লাখ রুপিতে কিনতে একটুও ইতস্তত করেননি তিনি।
সাননিউজ/এএসএম