আন্তর্জাতিক : ‘ইউরোপে করোনা সংক্রমণের নতুন ঢেউ অনিবার্য’ বলে সতর্কবাতা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপের প্রধান হ্যান ক্লুগে। বৃহস্পতিবার (১ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি এই সতর্কবাতা দেন।
হ্যান বলেন, অবাধ চলাফেরা, ভ্রমণ, জনসমাগম এবং সামাজিক বিধি-নিষেধ শিথিলের কারনে গত সপ্তাহে ইউরোপজুড়ে করোনার নতুন সংক্রমণ প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নতুন উদ্বেগ তৈরি করেছে ডেল্টা ভ্যারিয়েন্ট। আমরা শৃঙ্খলাবদ্ধ না হলে ইউরোপীয় অঞ্চলে করোনার নতুন আরেকটি ঢেউ আসবে।
ডব্লিউএইচও জানিয়েছে, ভারতে শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্ট এখন পর্যন্ত প্রায় একশ দেশে ছড়িয়েছে। আগামী মাসগুলোতে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করবে।
সান নিউজ/এমএইচআর