আন্তর্জাতিক ডেস্ক : ক্যানসার রোগীদের চিকিৎসা সহজতর করতে দুইটি ক্যানসার হাসপাতাল বানানোর ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাটার সঙ্গে যৌথ উদ্যোগে হাসপাতাল দুটি তৈরি করা হবে।
বুধবার (৩০ জুন) রাজ্যের প্রশাসনিক ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে মমতা বলেন, পশ্চিমবঙ্গে অনেক ক্যানসারে আক্রান্ত রোগীই চিকিৎসার জন্য মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারে যায়। কিন্তু সেখানে তাদের নানা ধরনের সমস্যায় পড়তে হয়। কখনো কখনো চিকিৎসকদের সিডিউল পাওয়া যায় না। তার ওপর ভাষাগত সমস্যা এবং থাকা-খাওয়া নিয়েও সমস্যায় পড়তে হয় বাংলার অনেককেই।
তিনি বলেন, সাধারণ লোকদের এসব সমস্যার কথা চিন্ত করে আমরা টাটার সঙ্গে যোগাযোগ করেছিলাম। টাটা মেমোরিয়াল ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গে দুটি ক্যানসার হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর একটি তৈরি হবে কলকাতার পিজি হাসপাতাল (এসএসকেএম) এবং দ্বিতীয়টি হবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে।
মমতা আরও বলেন, পশ্চিমবঙ্গে একবার এই হাসপাতাল তৈরি হলে মানুষকে আর চিকিৎসার জন্য কষ্ট করে অন্য রাজ্যে যেতে হবে না। চিকিৎসার খরচও অনেকটাই কমবে। ফলে রাজ্যবাসীর আর্থিক এবং শারীরিক ভোগান্তি কম হবে। খুব শিগগিরই এই হাসপাতালের কাজ শুরু হবে।
সান নিউজ/এনএম