আন্তর্জাতিক : শান্তিরক্ষা মিশনের জন্য প্রায় ৬০০ কোটি ডলার বাজেটে সম্মত হয়েছে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো। সংস্থাটির ১২ টি শান্তিরক্ষা মিশনে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ব্যয়ের জন্য এই বাজেটে সম্মত হয় রাষ্ট্রগুলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা সোমবার (২৮ জুন) জানান, বিভিন্ন শান্তিরক্ষা মিশনকে পরামর্শ দেওয়া হয়েছিল ৩০ জুনের মধ্যে নতুন বাজেট গ্রহণ করা না হলে জরুরি পরিকল্পনা করার প্রস্তুতি নিতে।
জাতিসংঘের ব্যবস্থাপনা কৌশল, নীতি ও কমপ্লায়েন্স-বিষয়ক প্রধান ক্যাথেরিন পোলার্ড সাংবাদিকদের বলেছিলেন, যদি ৩০ জুনের মধ্যে বাজেট বরাদ্দ দেওয়া না হয় তাহলে শুধু সংস্থার সম্পদ কর্মী ও শান্তিরক্ষীদের নিরাপত্তার জন্য ব্যয় করতে পারবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
শান্তিরক্ষা মিশনের বাজেটের সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র (২৮%)। এরপরে রয়েছে চীন (১৫.২ শতাংশ) ও জাপান (৮.৫%)।
সান নিউজ/ এমএইচআর