আন্তর্জাতিক ডেস্ক: এক সপ্তাহ আগে সংসদে আস্থা ভোটে হেরে যান সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোভেন। সোমবার (২৮ জুন) পদত্যাগ করেছেন তিনি। খবর এএফপি’র।
স্টিফেন লোভেন ক্ষমতা ছেড়ে দেওয়ায় স্থলাভিষিক্ত কে হবেন তা এখন খুঁজতে হবে স্পিকারকে।
গত সপ্তাহে ভোটে অনাস্থার কারণে লোভেনের সামনে অন্তর্বর্তী নির্বাচন আহ্বান অথবা পদত্যাগের পথ তৈরি হয়।
কোভিড-১৯ মহামারি সৃষ্ট কঠিন পরিস্থিতির উল্লেখ করে পরবর্তী সাধারণ নির্বাচন এক বছর দূরে থাকার প্রেক্ষাপটে এক সংবাদ সম্মেলনে লোভেন বলেন, একটি অন্তর্বর্তী নির্বাচন ‘সুইডেনের পক্ষে খুব ভালো হবে তা নয়।’
সান নিউজ/এমআর