আন্তর্জাতিক ডেস্ক: সুপারহিরোদের দেখা যায় সিনেমায়। আর এই সব সুপারহিরোদের দেখতে আমরা সিনেমা হলে যাই। তবে আমাদের সমাজে এমন কিছু সুপার হিরো আছে যাদের আমরা তেমনভাবে দেখি না বা তাদের চিনি না। এমন এক সুপার হিরো মুম্বাইয়ের খুশবু গয়াল। তেমনই এক ‘ওয়ান্ডার উওম্যান’। এক অতিমানবী।
জানা যায়, মাত্র ১৬ বছর বয়সে ১০ বছরের বড় মাসির ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল তার। শর্ত ছিল খুশবুর হাইস্কুলের পড়াশোনার ব্যবস্থা করাবে তার স্বামী। যদিও শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। বিয়ের ৮ মাসের মধ্যেই অন্ত্বঃসত্ত্বা হয়ে পড়েছিলেন তিনি। তার কিছু দিন পরেই তার স্বামী তাকে ছেড়ে চলে যায়।
খুশবু বুঝতে পারেন, ছেলেকে মানুষ করতে হলে তাঁরও উন্নতির প্রয়োজন। তাই পড়াশোনা শুরু করেন। তবে ছেলেকে সামলে পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ ছিল না। সব দিক সামলেই দ্বাদশ পাশ করেন তিনি। একই সঙ্গেই ছেলের খরচ চালানোর জন্য নানারকম কাজ করতে থাকেন তিনি।
কয়েক জন বন্ধু প্রায় জোর করে তাঁকে গ্রাফিক ডিজাইনিংয়ের কোর্সে ভর্তি করিয়ে দেয়। সেই শিক্ষাই তার কাজে আসে। গ্রাফিক ডিজাইনের দক্ষতার জন্য একটি চাকরিও পেয়ে যান তিনি।
এখন অবশ্য খুশবু একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে কাজ শুরু করেছেন। স্বেচ্ছাসেবী কাজের পাশাপাশি স্নাতক হয়ে স্নাতকোত্তরের পড়াশোনা করছেন তিনি। খুব শিগগিরই সমাজসেবায় তাঁর স্নাতকোত্তর সম্পূর্ণ হবে জানান খুশবু।
খুশবু বলেন, ‘নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতেই নেওয়া উচিত। অতীত যতই যন্ত্রণাদায়ক হোক না কেন নতুন শুরু করার কোনও শেষ নেই।’
সূত্র: আনন্দবাজার
সাননিউজ/এএসএম