আন্তর্জাতিক ডেস্ক: কানাডার পশ্চিমাঞ্চলীয় আদিবাসী-অধ্যুষিত এলাকায় দুটি ক্যাথলিক গির্জায় শনিবার আগুন লাগার ঘটনা ঘটে। ব্রিটিশ কলাম্বিয়ায় ভোরে প্রথমে সেইন্ট অ্যান’স চার্চ, তারপর চোপাকা চার্চ আগুন লাগে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর বিবিসির।
কর্মকর্তারা বলছেন, গির্জার ভবন একেবারে ধ্বংস হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনাকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সোমবার (২৭ জুন) একই প্রদেশে আরো দুটি ক্যাথলিক গির্জা আগুনে পুড়ে ছাই হয়েছে। ওই দিন কানাডায় জাতীয় আদিবাসী দিবস পালিত হয়। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট জ্যাসন বায়ডা বলেন, আগের ও নতুন দুটি অগ্নিকাণ্ডের তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা কারো বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি।
এমন সময় গির্জাগুলোতে অগ্নিকাণ্ড ঘটছে যখন দেশটিতে খ্রিস্টীয় আবাসিক স্কুলগুলোতে প্রায় এক হাজার শিশুর দেহাবশেষ অচিহ্নিত কবর থেকে উদ্ধার করা হয়েছে। আদিবাসী গোষ্ঠীগুলোর পক্ষ থেকে কানাডাজুড়ে এমন কবর অনুসন্ধানের দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৮৬৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দেড় লক্ষাধিক আদিবাসী শিশুকে সভ্য করে তোলার নামে পরিবার থেকে বিচ্ছিন্ন করে ১৩০টিরও বেশি খ্রিস্টীয় আবাসিক স্কুলে পাঠানো হয়। কানাডার সরকার ও ধর্মীয় কর্তৃপক্ষ (গির্জা) এসব স্কুল পরিচালনা করত। এসব শিশুদের নিজেদের ভাষা, সংস্কৃতি চর্চার অনুমতি ছিল না। অনেক শিশুই নির্যাতন ও নিপীড়নের শিকার হয়।
সাননিউজ/এএসএম