আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুককে বহনকারী হেলিকপ্টারে কারা হামলা চালিয়েছে এমন তথ্য দিলেই মিলবে ৬ কোটি ৭৫ লাখ টাকা পুরস্কার।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী দিয়েগো মোলানো বলেছেন, প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে হামলার পেছনে কে জড়িত সেটা আমরা জানি না। এই বিষয়ে কেউ কোনো তথ্য জানলে সেটা কর্তৃপক্ষকে জানান। তথ্যদাতা ৩ বিলিয়ন পেসো বা ৭ লাখ ৯৬ হাজার ডলার পুরস্কার পাবেন। বাংলাদেশী টাকার অংকে যা ৬ কোটি ৭৫ লাখ।
শুক্রবার (২৫ জুন) চালানো ওই হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন লাতিন আমেরিকার দেশটির প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীরা। কলম্বিয়ার নর্তে দে সান্তান্দের প্রদেশে ভেনেজুয়েলাসংলগ্ন সীমান্ত এলাকার সিকুতা শহরে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী দিয়েগো মোলানো, স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল প্যালাসিওস এবং নর্তে দে সান্তান্দেরের গভর্নর সিলভানো সেরানো।
কলম্বিয়ার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুটো রাইফেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি একে-৪৭ রাইফেল। অন্যটি ৭.৬২ ক্যালিবারের রাইফেল।
সাননিউজ/এফএআর