আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং–উনের স্বাস্থ্য বিষয়ে কোন ধরনের তথ্য নেই জাতিসংঘের কাছে। এমনটাই বললেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, তাদের কাছে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের স্বাস্থ্য সম্পর্কে কোনও খবর নেই। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, জাতিসংঘের পক্ষে উত্তর কোরিয়া সরকারের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়েছিল কি না। সেই ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়েই তিনি জানান কিম জং উইনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কোনও খবরই নেই তাদের কাছে।
কিছুদিন আগেই খবর রটেছিল মারা গেছেন উত্তর কোরিয়ার শাসক। গত ১৫ এপ্রিল ছিল কিম জনের দাদা তথা উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা দ্বিতীয় কিম সাং-এর ১০৮তম জন্মবার্ষিকী। সেখানে কিমের অনুপস্থিতি উসকে দেয় জল্পনা।
তবে পরবর্তী সময়ে দক্ষিণ কোরিয়া সরকারিভাবে জানিয়েছিল মৃত্যুর খবর গুজব। সুস্থই আছেন কিম জং উন।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, কিম জং উন সম্পর্কে ভালোই ধারণা আছে তার, তবে এখনই মুখ খুলতে চান না তিনি।
উল্লেখ্য, সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নিয়ে বিভিন্ন রকম সংবাদ দিয়েছে বিশ্ব গণমাধ্যম। তার মৃত্যু, অসুস্থতা ও লুকিয়া থাকার মতো ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া হলেও কেউ এর কোনটাই নিশ্চিত করতে পারেনি।
সান নিউজ/আরএইচ