শনিবার, ৫ এপ্রিল ২০২৫
আন্তর্জাতিক প্রকাশিত ২৬ জুন ২০২১ ১৬:০১
সর্বশেষ আপডেট ১ জুলাই ২০২১ ১৫:০২

মাস্কের বাধ্যবাধকতা নেই স্পেনীয়দের 

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের কারনে মাস্ক পরা বাধ্যবাধকতা ছিল স্পেনে। এবার মাস্ক পরা বিষয়ক বাধ্যবাধকতা তুলে নিয়েছে স্পেনের সরকার। ফলে, প্রায় একবছর পর মাস্ক ছাড়াই বাইরে ঘোরাঘুরি করতে আইনত কোনো বাধা নেই দেশটির বাসিন্দাদের; কিন্তু তারপরও অনেক মানুষ তাদের পুরনো অভ্যাস অনুযায়ী মাস্ক পরেই বাইরে বের হচ্ছেন।

শনিবার (২৬ শে জুন) দেশটির রাজধানী মাদ্রিদে স্পেনের সঙ্গীতশিল্পী ম্যানুয়েল মাস (৪০) বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘আমি ভেবেছিলাম আজ বেশিরভাগ মানুষকে মাস্ক ছাড়া দেখতে পাব, কিন্তু অবাক ব্যাপার হলে বাস্তব চিত্র তার অনেকটাই উল্টো। প্রচুর মানুষ মাস্ক পরে ঘোরাঘুরি করছেন।’

সরেজমিনে দেখা গেছে, মাদ্রিদসহ স্পেনের বিভিন্ন শহরে ঘরের অভ্যন্তরে কিংবা বাইরে বহু মানুষ মাস্ক পরে চলাচল করছেন। এমনকি যেসব জায়গায় সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব, সেসব স্থানেও মাস্ক পরছেন তারা।

এমনই একজনের নাম আন্দ্রেয়া সোসা। ২০ বছর বয়সী এই তরুণী মাদ্রিদের একটি রেস্তোঁরায় ওয়েট্রেসের কাজ করেন। মাস্ক পরে থাকার কারণ জানতে চাইলে রয়টার্সকে তিনি বলেন, ‘আমার জন্য মাস্ক পরে থাকা জরুরি; কারণ আমি এখনও টিকা নিইনি।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানিয়েছেন, এখন পর্যন্ত স্পেনের ৪ কোটি ৭০ লাখ মানুষ করোনা টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন।

ইউরোপের যেসব দেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে করোনা, তার মধ্যে স্পেন অন্যতম। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৭ লাখ ৮২ হাজার ৪৬৩ জন এবং মারা গেছেন মোট ৮০ হাজার ৭৭৯ জন।

সূত্র: রয়টার্স

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা