আন্তর্জাতিক : শক্তিশালী ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে তুরস্কের বেশকিছু প্রদেশে । তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যায়নি। খবর ডেইলি সাবাহর।
তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দেশটির বিনজল, এরজুরুম, এরজিনকান, এলাজিগ ও দিয়ারবাকির প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কেউ হতাহত হননি। এরপরও সেখানে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে।
তুরস্কের বিপর্যয় ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৫ জুন) রাত ৯টা ২৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ দশমিক ৫১ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর অন্তত পাঁচটি আফটারশক অনুভূত হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটির মাত্রা ছিল ২ দশমিক ৬।
নিউজ/ এমএইচআর