ইন্টারন্যাশনাল ডেস্ক:
যুক্তরাষ্ট্র যদি সাবমেরিন থেকে স্বল্পমাত্রার পরমাণু ক্ষেপণাস্ত্র দিয়েও হামলা চালায় তবে পাল্টা জবাবে সর্বাত্মক পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছে রাশিয়া।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেন, সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালালে সেটি যে বৈশিষ্ট্যেরই হোক না কেন সেটিকে পরমাণু হামলা হিসেবে ধরে নেয়া হবে। এরপরে সেটির পাল্টা জবাব দেয়া হবে।
যুক্তরাষ্ট্রের স্বল্পমাত্রার পরমাণু ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র মোতায়েন করার পর এই বক্তব্য দিলেন মারিয়া জাখারোভা।
যুক্তরাষ্ট্রের ওই ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘটনাকে বিপজ্জনক পদক্ষেপ বলেও মন্তব্য করেছেন তিনি।
মারিয়া বলেন, আমরা মার্কিন পররাষ্ট্র দফতর থেকে প্রকাশিত ২৪ এপ্রিলের বিবৃতিটি দেখেছি। এর আগেও আমরা বহুবার বলেছি যে, মার্কিনীদের এসব পদক্ষেপকে বিপজ্জনক তৎপরতা হিসেবে দেখি আমরা।
এর আগে গত ২৪ এপ্রিল মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, এই ওয়ারহেড মোতায়েনের ফলে পরমাণু যুদ্ধের ঝুঁকি কমে যাবে।
তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র যে ওয়ারহেড মোতায়েন করেছে তাতে পরমাণু যুদ্ধের ঝুঁকি অনেক বেড়ে গেছে। সূত্র- ডেইলি সাবাহ।
সান নিউজ/সালি