আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিয়ার প্রধানমন্ত্রী নিজেই এক ভিডিও বার্তায় এ তথ্য দেন।
তিনি বলেন, 'তার রক্তের নমুনা পরীক্ষা করার পর করোনা পজেটিভ এসেছে। মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সুরক্ষায় তিনি সঙ্গরোধে (কোয়ারেন্টিনে) রয়েছেন।'
রাশিয়ার প্রধানমন্ত্রী বলেন, 'আমি কেবলই জেনেছি আমি করোনাভাইরাসে আক্রান্ত।'
তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে কথা বলে এ তথ্য জানিয়েছেন।
সান নিউজ/সালি