আন্তর্জাতিক ডেস্ক: বেলারুশের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক প্রোতেসেভিচকে গ্রেফতার করায় দেশটির সব অর্থনৈতিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (২৪ জুন) এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
গত মাসে সাংবাদিক প্রোতেসেভিচকে গ্রেফতার করতে রায়ানএয়ারের একটি উড়োজাহাজ জোর করে মিনস্কে অবতরণ করায় দেশটির সরকার। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পশ্চিমা দেশগুলো এ নিষেধাজ্ঞা জারি করে।
গত মাসেই ইউরোপীয় ইউনিয়ন তাদের আকাশে বেলারুশিয়ান এয়ারলাইন্সের বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। এবার দেশটির সকল অর্থনৈতিক ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করলো ইইউ।
এদিকে মার্কিন রাজস্ব বিভাগ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো সরকারের বাড়াবাড়ি রকমের সহিংসতা, নিপীড়ন, রায়ানএয়ারের বাণিজ্যিক ফ্লাইট জোর করে অবতরণ করানোর বেপরোয়া আচরণ এবং সাংবাদিক প্রোতেসেভিচকে গ্রেফতারের জবাবে দেশটির ১৬ ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।’
সাননিউজ/এফএআর