আন্তর্জাতিক: ব্রিটিশ যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়েছে রাশিয়ার টহলরত জাহাজ এবং যুদ্ধ বিমান। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ‘এইচএমএস ডিফেন্ডার’ জাহাজটি ক্রিমিয়ার কাছাকাছি রুশ জলসীমায় প্রবেশ করায় এই ঘটনা ঘটে।
বিবিসি’র তথ্য অনুযায়ী জানা যায় বুধবার (২৩ জুন) কৃষ্ণ সাগরে ব্রিটিশ যুদ্ধ জাহাজের অবস্থান শনাক্ত করে রাশিয়া। এরপর সতর্কবার্তা স্বরূপ কয়েক দফা ফাঁকা গুলি ছুড়ে তারা। এ ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
সতর্কতামূলক গুলির পরে এইচএমএস ডিফেন্ডার গতিপথ পরিবর্তন করে ওই জলসীমা ত্যাগ করেছে। মস্কো জানায় টহল জাহাজ দু'বার গুলি চালায় এবং এসইউ ২৪-এম জেট চারটি বোমা ফেলে।
কৃষ্ণ সাগরে অপ্রত্যাশিত ঘটনা নিয়ে এখনো প্রতিক্রিয়া জানায়নি ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে ব্রিটিশ দূতাবাসের প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তাকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
সান নিউজ/ এমএইচআর