আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের লাহোরে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। স্থানীয় সময় বুধবার(২৩ জুন) জোহর শহরের কাছে শক্তিশালী গাড়িবোমার বিস্ফোরণ হয়। এতে আশপাশের বাড়ি ঘরও বেশ ক্ষতিগ্রস্থ হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এটি আত্মঘাতী বিস্ফোরণ কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
ভারতবিরোধী জঙ্গিগোষ্ঠীর নেতা হাফিজ সাঈদের বাসভবনের কাছেই এই বোমা হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বোমা বিস্ফোরণের সময় গৃহবন্দি এ নেতার বাসার সামনে নিরাপত্তারক্ষীরা নিয়োজিত ছিলো। তবে তার বাসা ক্ষতিগ্রস্থ হয়েছে কি না তা নিশ্চিত করেনি পুলিশ।
সান নিউজ/এসএম