আন্তর্জাতি ডেস্ক: ভারতে মোট করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে। মহামারিতে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্র প্রথম আর দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে বেড়েছে ভাইরাসে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা। একইসঙ্গে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। তবে সুস্থতার হার বাড়ায় ভারতে সক্রিয় রোগী নেমে এসেছে সাড়ে ৬ লাখের নিচে। যা গত ৮২ দিনের মধ্যে সর্বনিম্ন।
বুধবার (২৩ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৮৪৮ জন। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জনে।
সান নিউজ/ এমএইচআর