রবিবার, ৬ এপ্রিল ২০২৫
আন্তর্জাতিক প্রকাশিত ২১ জুন ২০২১ ০৯:০৩
সর্বশেষ আপডেট ১ জুলাই ২০২১ ১৫:০৪

কানাডা-মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধের মেয়াদ বাড়লো 

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা সংক্রামণ প্রতিরোধে কানাডা এবং মেক্সিকোয় আমেরিকার স্থল সীমান্ত আগামী ২১শে জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। রোববার (২১জুন) দেশটির হোমল্যান্ড সুরক্ষা বিভাগ এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে কানাডাও শুক্রবার (১৮ জুন) যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থল সীমান্তে অপ্রয়োজনীয় ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটি বহাল থাকবে ২১শে জুলাই পর্যন্ত। মহামারির কারণে বর্তমানে কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ রয়েছে। তবে নাগরিক এবং স্থায়ী বাসিন্দারা কানাডায় প্রবেশের অনুমতি পেয়েছেন।

উল্লেখ্য, করোনা মহামারির শুরু থেকে কানাডা সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সীমান্তে ব্যাপক কড়াকড়ি আরোপ করে। সর্বপ্রথম করোনা মহামারির শুরুর দিকে ২০২০ সালের মার্চে প্রাথমিকভাবে সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়। তবে এ সীমান্ত দিয়ে কেবলমাত্র পণ্যদ্রব্য ও প্রয়োজনীয় ভ্রমণের অনুমতি রয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৮ হাজার ৮ শত ৩৬ জন, মৃত্যুবরণ করেছেন ২৬ হাজার ৭৬ জন এবং সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭১ হাজার জন। দেশটিতে প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও তা আগের তুলনায় অনেক কম।

সান নিউজ/এমএইচআর/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা