আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতার আরও একধাপ উপরে চলে এলেন সাত্যিয়া নাদেলা। মাইক্রোসফটের সিই্ও’র পর এবার চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট। বুধবার (১৬ জুন) প্রতিষ্ঠানটির বোর্ড তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করে।
প্রধান নির্বাহী হিসেবে ২০১৪ সাল থেকে দায়িত্ব পালন করা নাদেলা সাম্প্রতিক বছরগুলোতে পিসি নির্মাতা প্রতিষ্ঠানটিকে ক্লাউড কম্পিউটিংয়ে নেতৃস্থানীয় পর্যায়ে নিতে সহায়তা করেছেন। এর সরাসরি ফল হলো, দুই ট্রিলিয়ন ডলারের ব্লকবাস্টার উপার্জন।
মাইক্রোসফট এক বিবৃতিতে জানিয়ে, নাদেলা জন থম্পসনের স্থলাভিষিক্ত হওয়ার জন্য সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছেন।
সান নিউজ/এফএআর/এমএইচ