আন্তর্জাতিক ডেস্ক : অ্যান্তোনিও গুতেরেস দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এ মেয়াদ শুরু হবে।
শুক্রবার (১৮ জুন) সাধারণ পরিষদের ১৯৩ সদস্য রাষ্ট্র এই নিয়োগ দিয়েছে।
২০১৭ সালে বান কি-মুনের পর মহাসচিব নির্বাচিত হন গুতেরেস। তিনি ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ছিলেন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ চলতি জুনের শুরুর দিকে গুতেরেসকে আরেক দফায় মহাসচিব রাখতে সাধারণ পরিষদের কাছে সুপারিশ করেছিল।
দ্বিতীয় মেয়াদের শপথ নিয়ে গুতেরেস বলেছেন, বিশ্বের সব দেশের মধ্যে আস্থার সম্পর্কের বিকাশ এবং সেতুবন্ধন নিশ্চিত করতে আমি সর্বাত্মক চেষ্টা করব। আস্থা গড়ে তোলার জন্য অবিরাম কাজ করে যাব।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিন বলেছেন, জাতিসংঘ নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। তবে আগামী পাঁচ বছর আবারও গুতেরেস মহাসচিব পদে থাকায় আগের দিনগুলোর তুলনায় সামনে আরও শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধি দেখতে পাবেন বলে তিনি আশা করছেন।
সান নিউজ/এমআর