ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনাভাইরাসের কারণে বিশ্ব এক মহা সংকটে। বন্ধ রয়েছে বিশ্বের যোগাযোগ ব্যবস্থা। ঘরে বন্দি সাধারণ মানুষ। এই ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীনের উহানের একটি বন্যপ্রাণীর বেচাকেনার বাজারকে দায়ী করছেন বিশেষজ্ঞারা। আর এ কারণে চীনের রাজধানী বেইজিংয়ে বন্যপ্রাণী খাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাস সংকট কাটিয়ে উঠতে না উঠতেই বন্যপ্রাণী খাওয়ার বিরুদ্ধে নতুন এক আইন পাস করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
এই আইনের ফলে এখন থেকে শহরটির যে কোনো স্থানে বন্যপ্রাণী শিকার, বিক্রি বা খাওয়া নিষিদ্ধ থাকবে। কেউ উল্লেখিত কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে ওই আইনে।
দ্য ডেইলি মেইল'এর খবরে বলা হয়, বিজ্ঞানীদের ধারণা গত ডিসেম্বরে চীনের এক বন্যপ্রাণী বেচাকেনার বাজার থেকে মানুষের দেহে করোনাভাইরাস নামে পরিচিত কোভিড-১৯ বিস্তার লাভ করে। এমন ধারণা থেকে, গত ফেব্রুয়ারিতে দেশজুড়ে বন্যপ্রাণী বেচা-কেনা ও খাওয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় চীন সরকার।
বেইজিং চীনের প্রথম শহর যেখানে নিষেধাজ্ঞাটিকে আইনে রূপ দিয়েছে। এর আগে এপ্রিল মাসের শুরুতে আরও দুটি চীনা শহরে কুকুর ও বিড়াল খাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়।