আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এইমস) ভয়াবহ আগুন লেগেছে।
বুধবার (১৬ জুন) স্থানীয় রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ড ঘটে।
দেশটির গণমাধ্যমগুলো বলছে, রাত সাড়ে ১০টার দিকে এইমসে আগুন লাগে। প্রতিষ্ঠানের কনভার্সন বিল্ডিংয়ে নবম তলার ফায়ার অ্যালার্ম বেজে উঠতেই আগুন লাগার ঘটনা সামনে আসে। দ্রুতগতিতে আগুন ছড়িয়ে পড়ায় ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া বের হতে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট।
এইমসের আগুন লাগা ওই ভবনের নবম তলাটি মূলত একটি বহুমুখি গবেষণাগার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এখানে একটি অডিটোরিয়ামও রয়েছে, সেখানে শিক্ষানবিশ চিকিৎসকদের ক্লাস হয়।
এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। তাৎক্ষণিকভাবে জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। এছাড়া অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনও নিশ্চিত নয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ধারণা, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ জানতে আনুষ্ঠানিকভাবে তদন্ত করা হবে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।
সান নিউজ/এমআর