ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনার সাথে লড়াই করে কাজে যোগ দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। আর কাজে যোগ দিয়েই ভাইরাসটি নিয়ে জনগণকে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী। বলেন,ব্রিটেনে লকডাউন শিথিল করলে করোনা ভাইরাস আরও ভয়াবহ আকার ধারণ করবে।
তিনি আরও বলেন,করোনাভাইরাসের পিক টাইম এখনও পার করছে যুক্তরাজ্য। মৃতের সংখ্যা কমে এলেও জারিকৃত লকডাউন শিথিলের কোন পরিকল্পনা নেই বলে জানান তিনি। লকডাউন শিথিল করলে পুররায় সংক্রমণ শুরু হবে বলে মন্তব্য করেন তিনি। যা ব্রিটেনের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে।
তিনি বলেন, আমরা গত দিনগুলোর মতো একতা ও দৃঢ়তা দেখিয়েছি তা অব্যাহত থাকলে করোনাভাইরাসকে পরাজিত করতে সক্ষম হবো। এজন্য সবাইকে ধৈর্য্য ধারণ করার আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ৯২ জনের। আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৪৯ জন।