ইন্টারন্যাশনাল ডেস্ক
করোনার বিস্তার ঠেকাতে প্রায় দুই মাস ধরে লকডাউনের মধ্যে রয়েছে ইউরোপের দেশ ইতালি। ইউরোপের মধ্যে সবচে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। তবে বর্তমানে সংক্রমণ ও মৃত্যু কমে আসায় লকডাউন কিছুটা শিথিল করতে যাচ্ছে দেশটি।
বিবিসি জানায়, লকডাউন শিথিল করার বিষয়ে ইতালির প্রধানমন্ত্রী তাঁর পরিকল্পনার কথা জানিয়েছেন।
তিনি বলেন, আগামী ৪ মে থেকে লকডাউন কিছুটা শিথিল করা হবে। সীমিত পরিসরে লোকজনকে তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হবে।
এছাড়া পার্ক, কারখানা, ভবন খুলে দেওয়া হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান আগামী সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
ইতালিতে এখন পর্যন্ত মারা গেছে ২৬ হাজার ৬৪৪ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৬৭৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৪ হাজার ৯২৮ জন।