আন্তর্জাতিক ডেস্ক: করমর্দনের সময় ফরাসি প্রেসিডেন্টকে চড় মারার ঘটনায় তার ভ্রমণ কর্মসূচিতে কোনো পরিবর্তন আনবে না বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো'র একজন মুখপাত্র।ৎ
গত মঙ্গলবার (৮জুন) দক্ষিণপূর্বাঞ্চলীয় একটি শহর সফরের এক পর্যায়ে কর্মদনের সময় এক ব্যক্তি তার গালে চড় বসিয়ে দেয়। সাথে সাথে ওই ব্যক্তিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে নেয়া হয়েছে।
নিরাপত্তা সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রেসিডেন্ট ম্যাক্রো তার সফর কর্মসূচি এবং করমর্দন চালিয়ে যান।
পরে সংবাদ সম্মেলনে তার মুখপাত্র, গ্যাব্রিয়েল আত্তাল বলেন, প্রেসিডেন্টের নিখুঁত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত রয়েছে এবং নতুন কোনো হুঁশিয়ারি জারি করা হচ্ছে না।
সান নিউজ/এমএম