আন্তর্জাতিক ডেস্ক : আবারও জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পাচ্ছেন আন্তোনিও গুতেরেস। দ্বিতীয় মেয়াদে তার নিয়োগে সমর্থন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
মঙ্গলবার (৮ জুন) নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট এসভেন জুরজেনসেন এ তথ্য নিশ্চিত করেছে। আগামী বছরের ১লা জানুয়ারি থেকে আবারও ৫ বছরের জন্য দায়িত্ব পালন করবেন তিনি। আবারও দায়িত্ব পেয়ে বিবৃতি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন গুতেরেস।
৭২ বছর বয়সী আন্তোনিও গুতেরেস ২০১৭ সালে বান কি মুনের পর জাতিসংঘের মহাসচিব পদে নির্বাচিত হন। তিনি ১৯৯৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন।
এ ছাড়া ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন গুতেরেস।
সান নিউজ/এসএম