আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার কেউ বিদেশি ভিডিও দেখা অবস্থায় ধরা পড়লে তাকে ১৫ বছরের জেলের ঘানি টানতে হবে। এমনটিই জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এ ছাড়াও ভিডিওর আসার বড় চালান ধরা পড়লে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে।
বেশ কিছু বিদেশি সংস্কৃতির ওপর নিষেধাজ্ঞা জারি করে নতুন এই আইন পাশ করেন কিম জং উন।
আইনে বলা হয়- কেউ যদি দক্ষিণ কোরিয়া, আমেরিকা কিংবা জাপানি কোনো ভিডিওর বড় চালানসহ ধরা পড়লে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। যদি কেউ ওই বিদেশি ভিডিও দেখা অবস্থায় ধরা পড়েন, তবে তার শাস্তি ১৫ বছরের জেল।
এমনকি কেউ যদি বিদেশি সিনেমা দেখে, বিদেশি পোশাক পরে, এমনকি গালিও দেয়- তবে তাকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।
এতে বিদেশি নাটক-সিনেমা বা অন্যান্য ভিডিও দেখা, পোশাক-পরিচ্ছেদ বা চালচলনকে ‘প্রতিক্রিয়াশীল চিন্তা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
সান নিউজ/এনএম