আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি আন্দোলনকর্মী জমজ দুই ভাই-বোনকে ছেড়ে দিয়েছে ইসরায়েলি পুলিশ। পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ থেকে আটকের কয়েক ঘণ্টা পর তারা ছাড়া পান। খবর আল-জাজিরার।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ২৩ বছর বয়সী এই দুই আন্দোলনকর্মীর নাম মুনা আল কুরদ ও মোহাম্মদ আল কুরদ।
ছাড়া পেয়ে মুনা বলেন, আমাদের ভয় দেখাতে দখলদাররা যাই করুক এবং যতোবার গ্রেপ্তার করুক, আমরা তাতে ভীত নয়। আমরা আমাদের বাড়িতে থাকব এবং আমাদের জন্ম ও বেড়ে ওঠার ভূমি রক্ষায় আন্দোলন চালিয়ে যাব।
মুনার ভাই মোহাম্মদ আল কুরদ বলেন, আমরা একেবারেই ভয় পাচ্ছি না। আমরা সব অবিচারের বিরুদ্ধে কথা বলে যাব এবং আমাদের বাড়ি ও ভূমি রক্ষায় আরও তৎপর থাকব।
ইসরায়েলি পুলিশ রোববার (৬ জুন) জমজ ভাই-বোনকে আটক করে নিয়ে যায়। শেখ জাররাহ আন্দোলনের পেছনে তাদের উস্কানি রয়েছে বলে অভিযোগ করে দখলদার ইসরায়েলি পুলিশ।