আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যে সমুদ্র সীমান্তে অবৈধভাবে শত শত চীনা মাছ ধরার পাশাপাশি পরিবেশের ক্ষতি করছে বলে অভিযোগ এনেছে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ এবং জেলেরা।
ডেইলি সানের প্রতিবেদনে বলছে, চীনা জাহাজের একটি বহর হলুদ সাগরের নর্দার্ন লিমিট লাইনের পানিতে প্রবেশ করেছে।
ইয়োনপিয়ং দ্বীপের একটি জেলে সংগঠনের নেতা শিন জুং-গিউন বলেন, এটি গত বছরের সংখ্যার চেয়ে প্রায় তিনগুণ বেশি। এই দ্বীপ থেকে, আপনি সহজেই উত্তর সীমা লাইনের কাছে চীনা মাছ ধরার নৌকার বহর দেখতে পাবেন।
দক্ষিণ কোরিয়ার মহাসাগর ও মৎস্যমন্ত্রী মুন সিওং-হাইওক বলেছেন, অবৈধ মাছ ধরাকে অবশ্যই সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে।
এমনকি তিনি সতর্ক করেছেন যে নজরদারি বাড়ানোর জন্য শিগগিরই ড্রোন এবং রোবট নিয়োগ করা হবে।
দক্ষিণ কোরিয়ার মৎস্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ডেইলি সানকে বলেছেন, আগামী মাসে যখন দুই দেশের বার্ষিক সভায় বিসয়টি নিয়ে আলোচনা করা হবে।
তিনি বলেন, আমরা বিষয়টি চীনা কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা অবৈধ মাছ ধরা বন্ধ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করছে।