সান নিউজ ডেস্ক :
কারোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী একের পর এক বন্ধ হচ্ছে কোম্পানী, প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মত বন্ধ হলো ব্রিটেনের রাজ পরিবারের জন্য জুতা নির্মাতা প্রতিষ্ঠান টিকার্স।
১৮২৯ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটি বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ ।গত মাসে লন্ডনে দোকান বন্ধ করা হয় নর্দাম্পটনভিত্তিক কোম্পানিটির। টিকার্সের ব্যবস্থাপনা পরিচালক মার্টিন ম্যাসন বলেন, এটা একটা অন্যরকম পরিস্থিতি।২০০৫ সালে মুক্তি পাওয়া `কিংকি বুটস` ছবিতে চিত্র ধারণ করা হয় রানী দ্বিতীয় এলিজাবেথের জন্য জুতা তৈরি`র টিকার্সের কারখানায়।