জরুরি ব্যবহারের জন্য সিনোভ্যাক কোম্পানির কোভিড-১৬ টিকাকে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি চীনের দ্বিতীয় করোনাভাইরাস টিকা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার (১ জুন) রাতে এ খবর জানিয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, এ অনুমোদনের মধ্য দিয়ে বিশ্বের দরিদ্র দেশগুলোতে টিকা বিতরণের উদ্যোগ কোভ্যাক্সে চীনের এই টিকা ব্যবহারের সুযোগ তৈরি হল।
গবেষণায় দেখা গেছে, সিনোভ্যাকের টিকা গ্রহীতাদের অর্ধেকের বেশি মানুষ উপসর্গযুক্ত করোনা থেকে রক্ষা পেয়েছেন। আর শতভাগ গুরুতর অসুস্থতা ও হাসপাতালে ভর্তি হওয়ার মতো অবস্থা হওয়া থেকে মুক্ত হয়েছেন।
সিনোভ্যাকের টিকা এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহার হচ্ছে। ১৮ বছরের বেশি বয়সীদের দুই ডোজের এ টিকা দেওয়া হয়। প্রথম ডোজের ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হয়।
ডব্লিউএইচও বলেছে, জরুরি ব্যবহারের অনুমোদনের অর্থ হলো টিকাটি নিরাপত্তা, কার্যকারিতা ও প্রক্রিয়াজাতকরণে আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করছে।