আন্তর্জাতিক ডেস্ক:
সকল প্রকার জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মারা গেলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন! এমনটাই দাবি করেছে হংকং টিভি। তবে এ বিষয়ে কোন প্রকার প্রতিক্রিয়া দেয়নি উত্তর কোরিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্র।
তবে সম্প্রতি উত্তর কোরিয়ার এই শাসকের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে পিয়ংইয়ংয়ে চিকিৎসক প্রতিনিধি দল পাঠিয়েছে চীন।
কিম জং উনের দুই সপ্তাহ আগে অস্ত্রোপচার হয়। তারপর থেকেই তার শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না বলে জানা যায়। এরমধ্যেই দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, সংকটজনক অবস্থায় রয়েছেন কিম জং উন।
এমন সময়েই হংকং টিভিতে সম্প্রচারিত, 'প্রয়াত হয়েছেন কিম জং উন।' এমনকী উত্তর কোরিয়ার শাসকের মৃতদেহ শায়িত রয়েছে, এই ছবিও দেখা গেছে হংকং টিভিতে। যদিও এর সত্যতা এখনও যাচাই হয়নি। পরিস্থিতির উপর নজর রাখলেও কিমের মারা যাওয়া নিয়ে কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন বা ট্রাম্প প্রশাসন। সূত্র: ভারতীয় গণমাধ্যম এইসময়।
সান নিউজ/আরএইচ