আন্তর্জাতিক ডেস্ক: স্কুলে ২১৫ শিশুর গণকবর পাওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, এটি খুবই বেদনাদায়ক। দেশের লজ্জাজনক এক অধ্যায়ের স্মৃতি সামনে এলো।
বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৮ মে) টেক’এম্লাপস টে সেকউইপেমেক ফার্স্ট নেশনের প্রধান শিশুদের দেহাবশেষ খুঁজে পাওয়ার বিষয়টি জানান।
শিশুদের কখন ও কী কারণে মৃত্যু হয় তা বের করতে ময়নাতদন্তকারী দপ্তর ও জাদুঘর বিশেষজ্ঞের সঙ্গে কাজ করছে ফার্স্ট নেশন।
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় আদিবাসী শিশুদের পরিত্যাক্ত স্কুলে এই গণকবরের সন্ধান মেলে। ১৯৭৮ সালে স্কুলটি বন্ধ হয়ে যায়। এই শিশুরা দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশের কামলুপ্স ইন্ডিয়ান রেসিডেনশিয়াল স্কুলের শিক্ষার্থী ছিল।
বৃটিশ কলাম্বিয়ার কামলুপ্স শহরের কমিউনিটি প্রধান রোজ্যান ক্যাসিমির বলেন, স্কুলটির প্রশাসকরা এ বিষয়ে দাপ্তরিক কোন রেকর্ড রাখেননি।
আঠার ও উনিশ শতকে কানাডার সরকার ও ধর্মীয় কর্তৃপক্ষগুলো আদিবাসী তরুণদের জোরপূর্বক সমাজের অঙ্গীভূত করার চেষ্টা চালাতো। তাদের পরিচালিত আবাসিক স্কুলগুলো বোর্ডিং স্কুল হতো বাধ্যতামূলকভাবে।
১৮৬৩ থেকে ১৯৯৮ সাল নাগাদ ১ লাখ ৫০ হাজারেরও বেশি আদিবাসী শিশুকে পরিবার থেকে নিয়ে বোর্ডিং স্কুলে রাখা হয়। এই শিশুদের
নিজের ভাষায় কথা বলতে ও তাদের সংস্কৃতি চর্চা করতে দেওয়া হতো না। খারাপ ব্যবহার ও গালাগালি করা হতো।
২০০৮ সালে এ পদ্ধতির প্রভাবগুলো নথিবদ্ধ করতে একটি কমিশন গঠন হয়। কমিশন দেখতে পায়, বিরাট সংখ্যক আদিবাসী শিশু আর নিজের সমাজে ফিরেনি।