আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই'র ব্যবহার করা একটি ভুয়া অ্যাকাউন্ট বাতিল করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার।
বাতিল করা ওই আইডি দিয়ে ভারতের নামে মিথ্যা খবর প্রচার করা হত বলে সম্প্রতি জি নিউজের খবরে বলা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বাতিল হওয়া ওই আইডির নাম @idanialusaf। এটি সৌদির রাজকন্যা নওরা বিনতে ফয়সালকে নকল করে @NouraAlSaud নামে ভুয়া আইডি খুলে ভারতবিরোধী প্রচারে জড়িত ছিল। যা পাকিস্তান থেকে পরিচালিত হয়।
জি নিউজের খবরে বলা হয়েছে, ভারত সম্পর্কে ঘৃণা ছড়ানোর জন্য রাজ পরিবারের সদস্যদের নামে নকল অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে।
ভারতের নিরাপত্তা সংস্থা বলছে, সামাজিক মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে আইএসআই উপসাগরীয় দেশগুলোতে ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে বিদ্বেষমূলক ঘৃণা ছড়াচ্ছে।সুত্র: জি নিউজ।
সান নিউজ/সালি