আন্তর্জাতিক ডেস্ক: বাড়ির বাইরে মাস্ক না পরে বেরিয়েছিলেন তিনি। আর এতেই ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ব্যক্তির হাতে ও পায়ে পেরেক মারার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বারেইলিতে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ছেলের হাতে ও পায়ে পেরেক মারা খবর পেয়েই থানায় ছুটে যান ওই ব্যক্তির মা। তার দাবি, থানা থেকে তার ছেলেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়।
ছেলের খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় হন্যে হয়ে ঘুরতে থাকেন তিনি। কয়েক ঘণ্টা ধরে খোঁজার পর গুরুতর আহত অবস্থায় ছেলেকে তিনি খুঁজে পান। ওই নারীর অভিযোগ, তার ছেলের হাত-পায়ে পেরেক গেঁথে দিয়েছে পুলিশ। দেওয়া হয়েছে গ্রেফতার করার হুমকিও।
বুধবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ঘটনাটি খতিয়ে দেখার আবেদন জানান তিনি।
পরে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই নারী বলেন, ‘আমার ছেলে সোমবার সকাল ১০টার দিকে রাস্তায় বসেছিল। আচমকাই কয়েকজন পুলিশ সদস্য সেখানে যান। তারা প্রত্যেককে মাস্কের ব্যাপারে প্রশ্ন করতে শুরু করেন। একপর্যায়ে আমার ছেলেকে আটক করে পুলিশ, তারপরই ঝামেলা শুরু হয়।’
তবে বিষয়টি নিয়ে বারেইলি পুলিশের এসএসপি রোহিত সাজওয়ান বলেন, ‘অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি পুরোনো অভিযোগ রয়েছে। সেই অভিযোগ থেকে মুক্তি পেতে পুলিশের বিরুদ্ধেই সে পাল্টা অভিযোগের চক্রান্ত করেছে। ওই ব্যক্তির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’
সাননিউজ/এএসএম/বিএস