আন্তর্জাতিক ডেস্ক:
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বিশ্বের সব মুসলমানকে সালাম দিয়ে শুভেচ্ছা জানালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুড্রো।
শুক্রবার (২৪ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পেজ এবং টুইটার আইডিতে একটি ভিডিও বার্তায় মুসলিমদের শুভেচ্ছা এবং সম্মান প্রদর্শনের আহ্বান জানান জাস্টিন ট্রুডো।
জাস্টিন টুড্রো বলেন, ‘আসসালামু আলাইকুম। আজ কানাডা ও বিশ্বের অন্যান্য দেশের মুসলিমরা পবিত্র রমজান শুরু করছেন। এই মাস জুড়ে মুসলমানেরা ইবাদত করবে। সারা দিন রোজা শেষে সন্ধ্যায় তা ভঙ্গ করবে।”
এ সময় রমজান উপলক্ষে মুসলমানদের প্রতি ইসলামের মূল্যবোধ অনুযায়ী যথযাথ সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “কোনও সন্দেহ নেই এবারের রমজান হবে সম্পূর্ণ ভিন্ন। আমি জানি মানুষ তাদের জীবনে রমজানের প্রকৃত অর্থ জীবনে বাস্তবায়নের পথ খুঁজে বের করবে।”
তিনি বলেন, “কানাডার মুসলমানরা সবসময়ই আমাদের এই দেশকে অপেক্ষাকৃত ভাল ও শক্তিশালী জায়গা হিসেবে গড়ে তুলতে অবদান রাখছে এবং এই মাসেও এর ব্যতিক্রম হবে না।”
সান নিউজ/আরএইচ