বুধবার, ৯ এপ্রিল ২০২৫
আন্তর্জাতিক প্রকাশিত ২৫ মে ২০২১ ১০:০১
সর্বশেষ আপডেট ৩০ জুন ২০২১ ১৭:৫৪

করোনায় মৃতকর্মীর অবসর পর্যন্ত বেতন দেবে টাটা

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারিতে ভয়াবহ অবস্থা ভারতের। ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা ইতোমধ্যেই ছাড়িয়েছে তিন লাখের গণ্ডি।

করোনা কোনো পরিবারে শিশুদেরকে পিতৃহারা করেছে, কোথাও স্ত্রীকে স্বামীহারা করেছে। বাড়ির উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চোখে অন্ধকার দেখছিল এইসব পরিবারগুলো। এই অবস্থায় মানবিকতার বড় দৃষ্টান্ত স্থাপন করল ভারতের টাটা স্টিল।

টাটা স্টিল ঘোষণা করেছে, করোনায় তাদের প্রতিষ্ঠানের কোনো কর্মীর মৃত্যু হলে ওই কর্মীর অবসর গ্রহণের বয়স পর্যন্ত পুরো বেতন পাবে পরিবার। এছাড়া মৃত কর্মীর সন্তানদের লেখাপড়ার পুরো ব্যবস্থাও করবে টাটা স্টিল। পাশাপাশি, ওই পরিবারগুলোকে যাবতীয় চিকিৎসা ও কোয়ার্টারের সুবিধাও দেবে কোম্পানিটি।

প্রতিষ্ঠানটির বক্তব্য, কর্মীদের ভবিষ্যৎ উন্নত করতে কোম্পানি সব রকম চেষ্টা চালাচ্ছে। করোনাকালীন সময়ে বিশেষ সুবিধা তো আছেই, এছাড়া ডিউটি চলাকালীন কোনো শ্রমিকের মৃত্যু হলে তার সন্তানদের স্নাতক পর্যন্ত পড়াশোনার পুরো খরচ বহন করবে টাটা স্টিল।

উল্লেখ্য, সরকারি কর্মচারীদের মৃত্যুর পরে তাদের পরিবার পেনশনের সুবিধা পায়। কিন্তু বেসরকারি খাতের কর্মীদের জন্য এমন কিছুই বরাদ্দ নেই। তবে করোনার কঠিন সময়ে টাটা স্টিলসহ একাধিক কোম্পানি যেভাবে কর্মীদের পাশে দাঁড়াচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

টাটা স্টিলের পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানি সবসময় কর্মচারী ও স্টকহোল্ডারদের লাভের কথা চিন্তা করে। কোভিডের সময়েও কোম্পানি সমস্ত কর্মচারীদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছে। এর আগেও টাটা কর্মীদের স্বার্থে এমন একাধিক পদক্ষেপ নিয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

বিরলে রাস্তা নির্মাণ নিয়ে দন্দ্ব

দিনাজপুর বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের তেঘরা মহেশপুর মৌজার সরকারপাড়ায় একটি...

পাঁচবিবিতে দূর্ঘটনা রোধে সড়কের পাশে গর্ত খনন

পাকা সড়কের একই স্থানে একাধিকবার যানবাহন দুর্ঘটনায় বাসাবাড়ি ও দোকানের ভিতর ঢুক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা