আন্তর্জাতিক ডেস্ক:
মরণঘাতী করোনাভাইরাসের প্রকোপ না কমলেও পবিত্র রমজান মাসে মসজিদ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। যদিও এর ভয়াবহতা নিয়ে সতর্ক করে সিদ্ধান্তের বিষয়ে আপত্তি জানিয়েছে দেশটির চিকিৎসকরা।
পাকিস্তানের চিকিৎসকদের শীর্ষ সংগঠনগুলো দাবি করেছে, যদি রমজানে মসজিদ খোলা হয় তাহলে আগামী মাসে পাকিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা বহুগুণে বেড়ে যাবে।
সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে পাকিস্তানে গত এক মাস ধরে বন্ধ ছিল মসজিদে জামাতে নামাজ আদায়। তবে রমজানের কথা মাথায় রেখে সরকার মসজিদ বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এদিকে করোনা প্রকোপের মধ্যে পাকিস্তানে মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হলেও ইসলাম ধর্মের উৎপত্তিস্থল সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে রমজানেও মসজিদে নামাজ বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানের এ পর্যন্ত ১০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যাদের মধ্যে ৭৯ শতাংশই লোকাল ট্রান্সমিশনের মাধ্যমে আক্রান্ত হয়েছেন। পাকিস্তানে শনিবার (২৫ এপ্রিল) থেকে রোজা শুরু হবে।
সান নিউজ/আরএইচ