আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে আজান ও ইকামত ছাড়া মসজিদের মাইক ব্যবহার নিষিদ্ধ করেছে। এ ছাড়া মাইকের আওয়াজ সীমিত করারও নির্দেশ দিয়েছে সৌদি আরব।
রোববার (২৩ মে) দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় এই বিধিনিষেধ আরোপ করে। এখন থেকে সৌদি আরবের সকল মসজিদের মাইক কেবল আজান ও ইকামত দেওয়ার কাজে ব্যবহার করা যাবে। এছাড়া কমিয়ে দেওয়া হয়েছে মাইকের শব্দও।
এ বিষয়ে সৌদি আরবের সকল মসজিদের কাছে নির্দেশনা পাঠিয়েছেন দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী আবদুল লতিফ আল শেখ। নির্দেশনায় মসজিদের মাইকের ব্যবহার কেবল আজান ও ইকামতের কাজের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়।
অর্থাৎ আজান ও ইকামতের বাইরে অন্য কোনো কাজে বা প্রয়োজনে মসজিদের মাইক ব্যবহার করা যাবে না। এছাড়া মসজিদের মাইকের শব্দও কমিয়ে দেওয়া হয়েছে তিন ভাগের এক ভাগ।
নিয়ম অনুযায়ী, আজানের মাধ্যমে মুসল্লিদের নামাজের জন্য আহ্বান জানানো হয়। আর ইকামতের মাধ্যমে দ্বিতীয় বারের জন্য নামাজের দিকে মুসল্লিদের আহ্বান জানানো হয়। এর অর্থ- ইমাম কিবলামুখী হয়ে দাঁড়িয়েছেন এবং নামাজ এখনই শুরু হতে যাচ্ছে।
হযরত মোহাম্মদ (স.) এর একটি হাদিসের ওপর ভিত্তি করে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়।
হাদিসটি হচ্ছে, মহানবী (স.) বলেন, ‘তোমরা প্রত্যেকে নীরবে সৃষ্টিকর্তাকে ডাকছ। আল্লাহকে ডাকতে গিয়ে একজন অপরজনকে কষ্ট দিবে না এবং কারও তেলাওয়াত বা নামাজে তেলাওয়াতের সময় আওয়াজ যেন অন্যজনের কণ্ঠস্বরের চেয়ে উঁচু না হয়।’
সূত্র: গালফ নিউজ
সাননিউজ/এএসএম