সান নিউজ ডেস্ক:
১৩ বাংলাদেশি সহ ২১ বিদেশীকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ৪ ভারতীয়কেও।
২৩ এপ্রিল বৃহস্পতিবার দিল্লির শীল দাইঘরের একটি কোয়ারেন্টিন থেকে তাদের গ্রেফতার করা হয়।
এই ২৫ জন দিল্লিতে একটি তাবলিগ জামাতে যোগ দিয়েছিলেন। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস।
থানে’র ক্রাইম শাখা-১ এর সিনিয়র পুলিশ ইন্সপেক্টর নীতিন ঠাকরে বলেন, আটক বিদেশীদের মধ্যে ৮ জন মালয়েশিয়ার। বাকিরা বাংলাদেশি। এসব বিদেশী পর্যটন ভিসায় ভারত গিয়েছিলেন। তারা ভিসার নিয়মনীতি লঙ্ঘন করেছেন।
তারা শুধু দিল্লির জামাতেই অংশ নিয়েছেন এমন নয়। একই সঙ্গে তারা মুমব্রা সফর করেছেন।
স্থানীয় প্রশাসনকে না জানিয়ে তারা একটি মসজিদে অবস্থান করছিলেন।
সান নিউজ/সালি